Thursday, February 14, 2019

Updates of Us!


U p d a t e s : —


█▒▒▒  Application ▒▒▒▒█

School of Awareness হলো একটি গণসচেতনতা প্রকল্প। এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো— মানবজীবনের প্রতিটি বিষয়ে সচেতনতা সৃষ্টি করা ও এর মাধ্যমে একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে অবদান রাখা। আমরা এক্ষেত্রে একটি অনলাইন প্লাটফর্ম তৈরি করেছি। এখন আমরা ভিডিও প্রোগ্রাম তৈরি করে টেলিভিশন চ্যানেলে বিপণনের উদ্যোগ নিয়েছি যাতে এই সেবার পাশাপাশি আমাদের কর্মিদের পারিশ্রমিক আসবে।

এছাড়াও আমরা আমাদের কনটেন্টগুলো নিয়ে "সচেতনতা অধ্যয়ন" নামে এক সিরিজ বই প্রকাশ প্রকাশ করবো এবং মৌসুমি ও সাম্প্রতিক সচেতনতা বিষয়ক বিষয়গুলো নিয়ে "অ্যাওয়ারনেস ম্যাগাজিন" নামে মাসিক ম্যাগাজিন প্রকাশ করবো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর কাছে আমাদের আবেদন হলো "সচেতনতার পাঠশালা" কে যেনো 'একটি বাড়ি একটি খামার' ইত্যাদি প্রকল্পের মতো একটি সরকারি প্রকল্পে রূপান্তরিত করে বাস্তবায়নের মাধ্যমে দেশকে আরও একধাপ এগিয়ে নেওয়া হয় এবং মাধ্যমিক শিক্ষাস্তরে "সচেতনতা অধ্যয়ন" নামে একটি পাঠ্যবিষয় অন্তর্ভুক্ত করা হয়।

এসব লক্ষ্য নিয়ে আমরা ২০১৬ সাল থেকে কাজ করে আসছি।

এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি পাবে এবং জনজীবনে অসচেতনতা ঘটিত সমস্যাগুলো হ্রাস পাবে।

আমাদের এই সচেতনতা প্রকল্পের অনলাইন স্কুলে ১৬টি বিভাগ রয়েছে যথা—
(১) স্বাস্থ্য সচেতনতা, (২) মা ও শিশু, (৩) ফ্রোড মার্কেট, (৪) শিক্ষা সচেতনতা, (৫) চলাফেরা, (৬) ভ্রমণে সচেতনতা, (৭) প্রযুক্তি সচেতনতা, (৮) ফ্লপ ইনভেস্টমেন্ট, (৯) অনিষ্টকর স্মার্টনেস, (১০) গৃহ সচেতনতা, (১১) দুর্যোগ সচেতনতা, (১২) দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা, (১৩) ধর্ম ও জীবন, (১৪) তথ্যব্যাংক, (১৫) বুলেটিন এবং (১৬) টুকিটাকি।

"স্বাস্থ্য সচেতনতা" বিভাগে স্বাস্থ্য রক্ষা, সুস্থ থাকা, বিভিন্ন দুরারোগ্য রোগ থেকে বাঁচার পদ্ধতি ও খাদ্য বিষয়ে নির্দেশনা পাওয়া যাবে, "মা ও শিশু" বিভাগে একজন সফল মা/ বাবা হওয়ার আগাম নির্দেশনা ও শিশু লালনপালন বিষয়ে অনন্য নির্দেশনা পাওয়া যাবে, "ফ্রোড মার্কেট" বিভাগে বাজারের বিভিন্ন ভেজাল দ্রব্য ও পণ্য বিষয়ে জানা যাবে এবং ভেজাল পণ্য কেনা থেকে বাঁচা যাবে, "শিক্ষা সচেতনতা" বিভাগে শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সচেতনতামূলক তথ্য পাওয়া যাবে, "চলাফেরা" বিভাগে রাস্তাঘাটে ও সর্বত্র চলাফেরা বিষয়ে যাবতীয় সতর্কতামূলক নির্দেশনা পাওয়া যাবে, "ভ্রমণে সচেতনতা" বিভাগে বিভিন্ন স্থানে ভ্রমণের বিষয়ে সচেতনতামূলক পরামর্শ পাওয়া যাবে, "প্রযুক্তি সচেতনতা" বিভাগে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ পাওয়া যাবে, "ফ্লপ ইনভেস্টমেন্ট" বিভাগে বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠান ও ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে অর্থ বিনিয়োগ না করার পরামর্শ পাওয়া যাবে, "অনিষ্টকর স্মার্টনেস" বিভাগে সেইসব বিষয় জানা যাবে যেসব আমরা স্মার্টনেস মনে করে করে থাকি কিন্তু তা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, "গৃহ সচেতনতা" বিভাগে গৃহকে দুর্ঘটনামুক্ত রাখার বিষয়ে পরামর্শ পাওয়া যাবে, "দুর্যোগ সচেতনতা" বিভাগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিরাপদ থাকার বিষয়ে পরামর্শ পাওয়া যাবে, "দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা" বিভাগে বিভিন্ন এক্সিডেন্ট এ তাৎক্ষণিক কী করতে হবে সে বিষয়ে জানা যাবে, "ধর্ম ও জীবন" বিভাগে আমরা যেসব কাজ না বুঝেই অজ্ঞাতসারে করে ফেলি এবং ধর্মে কঠোর নিষেধ আছে সেসব সম্পর্কে জানা যাবে, "তথ্যব্যাংক" বিভাগে সচেতনতামূলক উদ্ভাবন ও উদ্যোগ সম্পর্কে জানা যাবে, "বুলেটিন" বিভাগে বিভিন্ন সাম্প্রতিক সচেতনতার বুলেটিন পাওয়া যাবে এবং "টুকিটাকি" বিভাগে ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন সমস্যার স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী সমাধান জানা যাবে।

এছাড়াও আমাদের কয়েকটি গবেষণা প্রকল্প ও একটি অ্যাডভাইস বক্স সেকশন আছে।

আর এখন আমাদের প্রচেষ্টা হলো— লাইফের বিশেষ বিশেষ বিষয়ের উপর পরামর্শ নিয়ে বিশেষ বিশেষ সচেতনতামূলক ফিচার তৈরির কাজ চলছে।
নিম্নে বেশকিছু ফিচারের শিরোনাম তুলে ধরা হলো:—

♦ স্বাস্থ্য সচেতনতা বিভাগের ফিচারসমূহ:—
[] খাদ্য
[] অঙ্গপ্রত্যঙ্গ
[] অভ্যাস
[] রোগব্যাধি
[] ঔষধ ও টিকা
[] প্রজন্ম
[] ব্যবহার্য জিনিসপত্র
[] নারীস্বাস্থ্য
[] অন্যান্য

♦ মা ও শিশু বিভাগের ফিচারসমূহ:—
[] গর্ভকালীন সচেতনতা
[] গর্ভবতী মায়ের খাদ্য নির্দেশনা
[] প্রসবকালীন সচেতনতা
[] প্রসব পরবর্তী শিশুর পরিচর্যা
[] প্রসব পরবর্তী মাতৃ পরিচর্যা
[] প্রসূতি মায়ের খাদ্য নির্দেশনা
[] নবজাতকের খাদ্য, ঔষধ ও টিকা
[] শিশুর খাদ্য নির্দেশনা
[] শিশুরোগ ও চিকিৎসা
[] শিশু প্রতিপালন (শিশুর গৃহ নিরাপত্তা, পরিবেশগত নিরাপত্তা ও অন্যান্য)
[] শিশুর সামাজিক নিরাপত্তা

♦ ফ্রোড মার্কেট বিভাগের ফিচারসমূহ:—
[] চিকিৎসা প্রতিষ্ঠান ও ঔষধপত্র
[] খাদ্যদ্রব্য
[] প্রসাধনী
[] ফল ও সবজিতে রাসায়নিক
[] বিভিন্ন পণ্যের শুদ্ধতা পরীক্ষা
[] বাজারের নকল পণ্যসমূহ চেনার উপায়
[] প্রযুক্তি/ ইলেক্ট্রনিকস যন্ত্রপাতিসমূহ
[] ভূমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি সম্পত্তি ক্রয়
[] ভোক্তা অধিকার

♦ শিক্ষা সচেতনতা বিভাগের ফিচারসমূহ:—
[] SSC ও HSC
[] অ্যাডমিশন টেস্ট
[] উচ্চশিক্ষা
[] বিদেশে উচ্চশিক্ষা
[] শিক্ষা প্রতিষ্ঠান

♦ চলাফেরা বিভাগের ফিচারসমূহ:—
[] বিয়েশাদি, সম্পর্ক ও সংসার
[] রাস্তায় চলাফেরা
[] ঢাকা শহরে সচেতনতা
[] ব্যাংকিং সচেতনতা (নগদ, চেক, এটিএম বুথ ও মোবাইল ব্যাংকিং)
[] যানবাহনে চলাফেরা ও ড্রাইভিং
[] মেয়েদের চলাফেরা সচেতনতা
[] মেয়েদের যানবাহনে ভ্রমণ (রিকশা, ইজিবাইক ইত্যাদি)
[] ছিনতাই এর বিভিন্নতা ও সতর্কতা
[] ভুয়া পুলিশ/ RAB ও করণীয়
[] বাসায় ছিনতাই বৃত্তান্ত ও সতর্কতা
[] ব্যাকমেইল ও প্রতিরোধে করণীয়
[] বহুতল ভবনে অবস্থান বিষয়ক সতর্কতা
[] এনজিও নামধারী কিডন্যাপার, জঙ্গিবাদী ও অন্যান্য
[] ঝুঁকিপূর্ণ স্থানে চলাফেরা

♦ ভ্রমণে সচেতনতা বিভাগের ফিচারসমূহ:—
[] ট্রেন ভ্রমর
[] বিমান ভ্রমণ
[] হোটেল ও রিসোর্ট
[] প্রাকৃতিক সতর্কতা
[] ভ্রমর স্পটসমূহের সতর্কতা
[] বিদেশ ভ্রমণ
[] ভ্রমণ সহায়তা

♦প্রযুক্তি সচেতনতা বিভাগের ফিচারসমূহ:—
[] মোবাইল ব্যাংকিং
[] ওয়েবে নিরাপত্তা
[]  বিভিন্ন স্থানে ফোন, ট্যাব, ল্যাপটপ ইত্যাদি ব্যবহারে সতর্কতা (হাসপাতাল, বিমান ইত্যাদি)

♦ ফ্লপ ইনভেস্টমেন্ট বিভাগের ফিচারসমূহ:—
[] চাকরির আবেদন
[] এনজিওতে চাকরিতে সতর্কতা
[] ব্যবসায় বিনিয়োগ
[] বিদেশে কর্মি পাঠানো

♦ অনিষ্টকর স্মার্টনেস বিভাগের ফিচারসমূহ:—
[] প্রসাধনী ও সাজসজ্জার উপকরণ
[] পোশাক, জুতা ও অন্যান্য

গৃহ সচেতনতা, দুর্যোগ সচেতনতা, দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা, ধর্ম ও জীবন এবং টুকিটাকি — এসব বিভাগে আলাদা আলাদা ফিচার নেই; এসবের প্রায় সব আইটেমই একই ধরনের।

তথ্যব্যাংক এবং বুলেটিন বিভাগ হলো নিত্যনতুন আপডেট তথ্যের বিভাগ।

ধন্যবাদ।
— মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা,
স্কুল অব অ্যাওয়ারনেস।
বাড়ি নম্বর- ৫৭, রোড নম্বর-২, কাংগুর পাড়া, পোস্ট- চতরা কাছারী-৫৭৩০ (ভায়া পলাশবাড়ি), পীরগঞ্জ, রংপুর।
ফোন: ০১৭৪৬-৩১৫৬৩৯
ওয়েব: schoolofawareness.blogspot.com
ফেসবুক: facebook.com/schoolofawareness


অ্যাপস: আমাদের অ্যাপসে এখনও কোনো আপডেট আনা হয়নি। এখনও ভার্সন ১.১.১ ব্যবহৃত হচ্ছে।
আমাদের অ্যাপস আপডেট বিষয়ে জানতে নিয়মিত আপডেট বক্স চেক করুন।

প্রকল্প: আমাদের এই প্রকল্প সম্পর্কিত আপডেট দেখতে "স্কুল অব অ্যাওয়ারনেস" এর ফেসবুক পেজ ভিজিট করুন।
ফেসবুক পেজের লিংক→
facebook.com/schoolofawareness

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment